প্রধানমন্ত্রীর ভারত সফর লোকসভা নির্বাচনের পর

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের পর দেশটিতে সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আগামী জুনের শেষ দিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফরে যাবেন। তবে ভারতের নির্বাচনের পরে। সেটা কখন হবে সেটি নিয়ে অফিসিয়াল পর্যায়ে কোনো আলোচনা হয়নি। আপনি (সাংবাদিক) যে সংবাদটি পত্রিকায় দেখেছেন, আমিও দেখেছি।

ড. হাছান মাহমুদ জানিয়েছেন, আগামী ৭-৮ এপ্রিল ঢাকা সফর করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। তখন দুই দেশের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।

ড. ইউনূস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলেই তিনি এখন জামিনে রয়েছেন। এছাড়া ভোট বর্জনের কারণেই বিএনপি দিশেহারা হয়ে আবোল-তাবোল কথা বলছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply