আবারও মেটার সার্ভার ডাউন, পরে সমাধান

|

আবারও সার্ভার ডাউনের শিকার হলো মেটার মালিকানাধীন অ্যাপগুলো। বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ সময় মধ্যরাতে বেশ কিছুক্ষণ বন্ধ ছিলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। জানিয়েছে ডেইলি মেইল।

সাইটগুলোয় প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। বিশেষ করে লাইভের মাধ্যমে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো পড়ে বিপাকে। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমস্যার কথা পোস্ট করেন হাজার হাজার ব্যবহারকারী। মেটা কার্যালয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ৮২ হাজারের মতো অভিযোগ জমা পড়ে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ব্রাজিলসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জানান সমস্যার কথা। মেটা জানিয়েছে, সমাধান এসেছে বেশিরভাগের।

একইদিন অ্যাপলের কয়েকটি সার্ভিসেও দেখা দেয় বিভ্রাট। ঝামেলায় পড়ে অ্যাপ স্টোর, অ্যাপল টিভি ও অ্যাপল মিউজিক ব্যবহারকারীরা। বেশ কয়েক ঘণ্টা পর ঠিক হয় সার্ভার।

এর আগে, গত ৫ মার্চও একই ঘটনার শিকার হয়েছিল মেটা। সেদিন রাত ৯টার পর বিশ্বব্যাপী সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। যা ঠিক হয়ে আসে বাংলাদেশ সময় সাড়ে ১০টা নাগাদ।

ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। মেসেঞ্জারেও কোনো বার্তা পাঠানো যাচ্ছিল না।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply