১০ হাজার কিলোমিটার নৌপথ রক্ষণাবেক্ষণের জন্য নতুন কার্যক্রম হাতে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে সদরঘাটে ঈদযাত্রা পরিদর্শন করে সাংবাদিকদের সাথে তিনি এ কথা জানান।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপথ বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের বলছি এটা হবে না। কারণ, নৌপথ নিরাপদ ও সাশ্রয়ী। পদ্মাসেতুর কারণে লঞ্চযাত্রায় যাত্রী কমায় আগের থেকে সহজে সবাই লঞ্চে করে গন্তব্যে যেতে পারছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, ঝড়ের সময়ে ঈদযাত্রা হচ্ছে, সেদিকে খেয়াল রেখে এখন প্রতিদিন ৭০ এর জায়গায় ১০০ এর বেশি লঞ্চ চলাচল করছে। দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তাই দক্ষিণাঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে নানারকম যোগাযোগব্যবস্থা তৈরি হচ্ছে।
/এমএন
Leave a reply