‘লাইলাতুল কদর’ তালাশে ইবাদত-বন্দেগিতে মশগুল মালয়েশিয়ার ধর্মপ্রাণ প্রবাসীরা

|

আহমাদুল কবির, মালয়েশিয়া:

পবিত্র শবে কদর তালাশে মালয়েশিয়ার সূরাও বায়তুল মোকাররমে নামাজ আদায় করছেন দেশটির ধর্মপ্রাণ প্রবাসীরা। নামাজ শেষে বিগত দিনের সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে চোখের পানি ফেলে মোনাজাত করেন তারা।

শনিবার (৬ এপ্রিল) রাতে সূরাও বায়তুল মোকাররামে এশার নামাজ শেষে তারাবি নামাজের আগে ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শুরু হয় ইবাদত। অন্যান্য দিনের তুলনায় সূরাওয়ে প্রবাসীদের সংখ্যাও ছিলো চোখে পড়ার মতো। অনেকেই দূর দুরান্ত থেকে এসেছেন নামাজ আদায় করতে।

নামাজে আগত প্রবাসীরা বলেন, আজ পবিত্র রাত। নামাজ আদায় করতে এসে তাদের অনেক ভালো লাগছে।

সূরাও বায়তুল মোকাররামের খতিব হাফিজ ইকরামুল হক বলেন, এ রাতে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তায়ালা অতীতের সকল পাপ ক্ষমা করে দিবেন।

ইসলাম ধর্ম অনুযায়ী, পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা লাইলাতুল কদরকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর পক্ষ থেকে অশেষ রহমত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি করে থাকেন। রমজান মাসের লাইলাতুল কদরে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন অবতীর্ণ হয়। মুসলমানরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে শবে কদরের রাত পার করে থাকেন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply