সোনালী ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বিডিবিএল

|

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) একীভূতকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সোনালী ব্যাংক। আজ সোমবার (৮ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরইমধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সাথে বিডিবিএলকে একীভূত করার প্রস্তুতিও শুরু হয়েছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করছে ব্যাংক দুইটির পরিচালনা পর্ষদ।

ঝুঁকিতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। দুর্দশায় থাকা পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে শরীয়াভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে। এরইমধ্যে ব্যাংক দুটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে চুক্তিবদ্ধও হয়েছে।

ওই চুক্তির পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে মার্জারের আলোচনাও শুরু হয়। তার মধ্যেই গত বৃহস্পতিবার একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ছয়টি। আর বিশেষায়িত ব্যাংক তিনটি।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের খেলাপির পরিমাণ ১৩ শতাংশ আর বিডিবিএলের পরিমাণ ৪০ শতাংশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply