ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত

|

ছবি- সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার পর একটি লাইনে পূর্বাঞ্চলে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসিম উদ্দিন জানান, পণ্যবাহী ৬০১ নম্বর কনটেইনার ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। পথে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়ার পর চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পূর্বাঞ্চলে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল করছে।

তিনি আরও জানান, খবর পেয়ে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে বলেও জানান তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply