পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আজহার মাহমুদকে নিয়োগ দিয়েছে পিসিবি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগেই দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় সাবেক এই তারকা ক্রিকেটারকে।
সোমবার (৮ এপ্রিল) পিসিবি এক বিবৃতিতে জানায়, এই সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। স্পিন বোলিং কোচের দায়িত্ব চালিয়ে যাবেন সাঈদ আজমল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরেও একই দায়িত্বে ছিলেন সাবেক এই স্পিনার।
মাহমুদ এর আগে, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডে একই দায়িত্বে আছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে ১৬৪ ম্যাচ খেলে মাহমুদের উইকেট ১৬২টি, রান ২ হাজার ৪২১।
এর আগে, দেশটির ক্রিকেটে প্রধান কোচ নিয়োগের বিষয়ে তৈরি হয় ধোঁয়াশা। জোরেশোরেই শোনা গিয়েছিল জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেনের নাম। তবে সকল জল্পনা-কল্পনা দূরে সরিয়ে বাবর-রিজওয়ানদের গুরু হিসেবে চূড়ান্ত হয় আজহারের নাম। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন তিনি।
/আরআইএম
Leave a reply