একত্রে বিষপান! প্রেমিকের মৃত্যুর পর মারা গেল প্রেমিকাও

|

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে একত্রে বিষপানে এক প্রেমিক যুগলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) ভোরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক মুরাদ শেখের (১৭) মৃত্যু হয়। ওইদিন দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার একটি হাসপাতালে প্রেমিকা তাজমিন আক্তারও মারা যান।

মুরাদ জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে। তাজমিন একই গ্রামের তোজামের কন্যা। তারা দুজনেই শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের সাথে তাজমিন আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবার তাদের এ সম্পর্ক মেনে নেয়নি। উল্টো মুরাদকে ঈদের পর মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয় তার পরিবার। এরপর, গত ৪ এপ্রিল প্রেমিক যুগল খাঁড়িতা গ্রামের নিজ নিজ বাড়িতে বিষপান করে।

তবে বিষপানে শুরুতেই মৃত্যু হয়নি তাদের। জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি ছিল কিছুদিন। এরপর হাসপাতালে দুইদিন চিকিৎসা নেয়ার পরে বাড়ি ফিরে আসে তারা। এরপর গত ৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মুরাদ অসুস্থ হয়ে পড়লে আবারও জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। প্রেমিক মারা যাওয়ার খবরে প্রেমিকা তাজমিনও অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সেও মারা যায়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে প্রেমিক-প্রেমিকা বিষপান করেছে। মুরাদের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। সোমবার বিকেলে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। আর মেয়েটির মরদেহ বগুড়াতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply