মানহানির মামলায় গ্রেফতার হওয়া ব্যারিস্টার মইনুল হোসেনকে আজ সিএমএম আদালতে তোলা হতে পারে।
এর আগে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে রংপুরে দায়ের করা এক মানহানির মামলায় সোমবার রাত ৯টা ৪৬ মিনিটে ঢাকার উত্তরায় আ স ম আবদুর রবের বাসা থেকে বের হলে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেন। মাহাবুব আলম আরও জানান, তাকে রংপুরের একটি মামলায় গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
এটিকে রাজনৈতিক সিদ্ধান্ত বলে অভিযোগ করেছেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, মানহানির মামলায় সমন জারির বিধান রয়েছে, শুরুতেই কাউকে গ্রেফতার করার বিধান নেই। এটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
আর আইনজীবী মাহবুব উদ্দিন খোকনের মন্তব্য, জাতীয় ঐক্য প্রক্রিয়াকে ভয় পেয়ে ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার করেছে সরকার।
Leave a reply