২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন না রাহুল গান্ধী। সোমবার কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝাঁ এই তথ্য নিশ্চিত করেন।
তবে, কংগ্রেস প্রেসিডেন্টের বিকল্প কোন প্রার্থীর নামও ঘোষণা করেনি দলটি। ঝাঁ আরও বলেন, আসন্ন নির্বাচনে অন্যান্য দলের সাথে জোট বেঁধে বিরোধী ঐক্যফ্রন্ট গঠন করতে যাচ্ছে কংগ্রেস।
সে ক্ষেত্রে, ২০০৪ সালের রাজনৈতিক কৌশল অবলম্বন করা হচ্ছে। সেইবারও, প্রধানমন্ত্রী পদে কোন প্রার্থীর নাম ঘোষণা ছাড়া বিজেপিকে পরাজিত করে বিরোধী জোট। মূলত শরিক দলগুলোর আকাঙ্খা এবং লক্ষ্যকে গুরুত্ব দেয়ার জন্যেই থাকছে না প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, বিজেপিকে পরাজিত করাই মূল লক্ষ্য। এরপর নির্ধারণ করা হবে প্রধানমন্ত্রী। ২০১৯ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন।
Leave a reply