গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা বাইডেনের

|

ফাইল ছবি

ইসরায়েলকে সহায়তা বন্ধে গেল সপ্তাহে হুশিয়ারী দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ঘটনার পর থেকেই উত্তেজনা চলছে ওয়াশিংটন-তেলআবিব সম্পর্কে। এবার গাজায় অভিযান ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করলেন বাইডেন। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন ক্ষোভ জানিয়ে বলেন, গাজায় অভিযান ইস্যুতে ভুল নীতি অনুসরণ করছেন নেতানিয়াহু। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও জানান তিনি।

বাইডেন বলেন, গাজায় চলমান অভিযান নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিতে বড় ভুল রয়েছে। চাইলে কয়েকটা গাড়িকে লক্ষ্য করে আপনি হামলা চালাতে পারেন না। তাই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আরও সতর্ক অবস্থান নিতে হবে। এর সাথে সাথে ইসরায়েলকে অভিযান বন্ধ করতে হবে। গাজায় ৬ থেকে ৮ সপ্তাহের যুদ্ধবিরতি প্রয়োজন যাতে সেখানে জরুরি সহায়তা পৌঁছানো যায়।

এদিকে, যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে গাজা ইস্যুতে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। দুই নেতার কথাতেও উঠে আসে ইসরায়েলের হামলা বন্ধের প্রসঙ্গটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, গতকাল ত্রাণবাহী ৪শ ট্রাক পৌঁছেছে গাজায়। কিন্তু সেগুলোর এখন সুষম এবং সঠিক বণ্টন প্রয়োজন। যেটা বাধাগ্রস্থ হচ্ছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, আমাদের নীতি এবং অবস্থানে কোনো পরিবর্তন আনিনি। আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাজার মানবাধিকার প্রসঙ্গটি।

এদিকে, ওয়াশিংটন সফররত ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের সাথে বৈঠক করেছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply