ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:
ফরিদপুরের ভাঙ্গায় বাড়ির উঠানে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়েছে।বুধবার (১০ এপ্রিল) রাতে উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের তুহিন ও ঝর্ণা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (ঈদের দিন) সকালে ঝর্ণা বেগম বাদি হয়ে প্রতিবেশী রাকিব মাতুব্বরসহ ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে গোপীনাথপুর গ্রামের ঝর্ণা বেগমের বাড়িতে প্রতিবেশী রাকিব মাতুব্বরসহ বাচ্চারা আতশবাজি ফোটায়। তখন অসুস্থ রোগী আছে বলে ঝর্ণা বেগম বাজি ফোটাতে নিষেধ করে। তবে ঝর্ণা বেগমের কথা না শুনে আবারও আতশবাজি ফোটায় তারা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিব মাতুব্বর ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে তুহিন ও ঝর্ণা বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভাঙ্গা থানার এসআই মো. কবির হোসেন জানান, আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে এই মারামারি হয়েছে। ঘটনার পর থানার একটি অভিযোগ হয়েছে।
/এনকে
Leave a reply