হাজারীবাগের ঝাউচর বস্তির আগুন নিয়ন্ত্রণে

|

ফায়ার সার্ভিসের এক ঘণ্টার তৎপরতায় রাজধানীর হাজারীবাগ ঝাউচরের মোড়ের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বস্তিটিতে আগুন লাগে। এতে বেশকিছু ঘর পুড়ে গেছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুইটি, লালবাগের দুইটি, মোহাম্মদপুরের দুইটি ও পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply