সদরঘাটে দুর্ঘটনা: লঞ্চের দড়ি ছেঁড়ার কারণ পর্যবেক্ষণ করছে তদন্ত কমিটি

|

ঈদের দিন সদরঘাটে এমভি তাসরিফ-৪-কে এমভি ফারহান-৬ ধাক্কা দিলে রশি ছিঁড়ে একই পরিবারের তিন জনসহ ৫ জন নিহত হন।

ঈদের দিনে রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. রফিকুল ইসলাম।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে তদন্ত কমিটি নিয়ে সদরঘাটের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম জানান, দড়ি ছিঁড়ে মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক। যদি এই দড়ির কার্যক্ষমতা নষ্ট হয়, তাহলে কেন ব্যবস্থা নেয়া হয়নি তা অনুসন্ধান করা হবে। এই ঘটনায় জড়িত বা কারো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সদরঘাটের অব্যবস্থানা আগের থেকেও অনেক উন্নত হলেও কিছুটা ঘাটতি আছে বলে জানান বিআইডব্লিউটিএ’র এ কর্মকর্তা। সেই ঘাটতি তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরে সদরঘাটে রশি ছিঁড়ে লঞ্চের ধাক্কায় একই পরিবারের তিন জনসহ ৫ জন নিহত হন। এমভি তাসরিফ-৪-কে এমভি ফারহান-৬ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এমভি তাসরিফ-৪ ও এমভি ফারহান-৬ এর রুট পারমিট বাতিল করা হয়েছে। একইসাথে লঞ্চ দু’টির ম্যানেজার, কর্মচারীসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে গ্রেফতার দেখানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply