আজও পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল

|

সারাদেশ ডেস্ক:

ঈদের তৃতীয় দিনেও সারাদেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলীসহ সব পয়েন্টেই পর্যটকরা ভিড় করেছেন। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে সমুদ্র স্নানে মেতেছেন তারা। উপভোগ করছেন সমুদ্রের অপরূপ নীল জলরাশি।

সমুদ্র দর্শনের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন অন্যান্য স্পটও। হোটেল-মোটেলগুলোয় রয়েছে উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের সরব উপস্থিতিতে কক্সবাজার উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
পর্যটকদের নিরাপত্তা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

দেশের অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও পর্যটক উপস্থিতির একই অবস্থা। নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ওয়াটার কিংডমে আসা পর্যটকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। চট্টগ্রামের ফয়েস লেকেও একই চিত্র। পর্যটকদের উন্মাদনা।

সিলেটের জাফলং, বিছানাকান্দি, সাদাপাথরসহ অন্য স্পটগুলোতে রয়েছে ভ্রমণপিপাসুদের ঢল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে দলবেধে দেশের নানা প্রান্ত থেকে যাচ্ছেন পর্যটকরা। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ চা-বাগানগুলোতেও বেড়েছে পর্যটকদের সমাগম। পাশাপাশি চিড়িয়াখানাসহ সব বিনোদন কেন্দ্রেই ভিড় জমিয়েছে দর্শনার্থীরা।

এদিকে, ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড়ে তৈরি হয়েছে যানজট। জাফলং যাওয়ার পথে কয়েক কিলোমিটার পথজুড়ে গাড়ির জটলা। যানজটের কারণে ভোগান্তিতে পর্যটকরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply