শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে র্যাবের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্বরে আজ দুপুর ১ টার সময় এসব ত্রাণ বিতরণ করেন র্যাবের মহাপরিচালক বেনিজির আহমেদ। নদী ভাঙনের শিকার ২শ পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে ১শ ৬০ পরিবারকে শাড়ি, লুঙ্গি, চাল, ডালসহ ১৬টি সামগ্রীর একটি প্যাকেট ও ৪০ টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের লেঃ কর্ণেল নজরুল ইসলাম, কমান্ডার মুফতি মাহমুদ খান, ডিআইজি আতিকা ইসলাম, মাদারীপুর র্যাব ৮ এর কম্পানি কমান্ডার তাজুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেনও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নড়িয়া পৌঁছন র্যাব মহাপরিচালক। এরপর তিনি নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন। এখানে ভর্তিকৃত রোগী অবস্থা ও খোঁজ খবর নেন। পরিদর্শনকালে নদী ভাঙনের শিকার মানুষের সাথে কথা বলেন বেনজির আহমেদ।
Leave a reply