উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করলো পিএসজি। বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ম্যাচের ১২তম মিনিটে বার্সার হয়ে গোল করেন রাফিনিয়া। এরপর ম্যাচের ২৯ মিনিটে পিএসজির ব্রাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনাল্দ আরাউহোকে। এরপরই অনেকটা ম্যাচ থেকে ছিটকে পড়ে বার্সা।
দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলে ও ভিতিনিয়াও গোল করলে ম্যাচের পুরো নিয়ন্ত্রন চলে যায় পিএসজি’র হাতে। এরপর ম্যাচের শেষের দিকে এমবাপ্পের দুই গোল করেন। ফলে ৪–১ ব্যবধানে জয় পেল পিএসজি।
এ জয়ে দুই লেগ মিলিয়ে ৬–৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে গেল লুইস এনরিকের দল। অন্যদিকে, জাভি হার্নান্দেজের বার্সাকে আসর থেকে বিদায় নিতে হয়। ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেল জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে।
/এআই
Leave a reply