টানা তাপপ্রবাহের কবলে সারাদেশ। গরমে অতিষ্ঠ জনজীবন। ক’দিন ধরেই রুদ্ররূপ ধারণ করে আছে সূর্য।
গ্রীষ্মের শুরু থেকেই রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোয় গরম অনুভূত হচ্ছে। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে উত্তর আর পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে। খরতাপে অতিষ্ঠ জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে সূর্যের তেজ। দেখা নেই বৃষ্টির। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র প্রখরতার মাঝেও প্রয়োজের তাগিদে বেরোতে হচ্ছে তাদের।
তবে চারপাশ উত্তপ্ত হওয়ায় কাজ করা দায়। আবহাওয়া অফিস বলছে, এ অঞ্চলে আগামী কিছুদিন তাপমাত্রা একইরকম থাকতে পারে। বাতাসে জলীয় বাস্প বেশি হওয়ায় বাড়ছে অস্বস্তি। এদিকে, গরমের সাথে তাল মিলিয়ে বাড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ।
এটিএম/
Leave a reply