বিশাল স্বাধীনতা বিরোধী মিছিল-সমাবেশ হলো খোদ কাতালুনিয়ায়। রোববার সাড়ে ৩ লাখের বেশি মানুষ র্যালিতে অংশ নিয়ে একক স্পেনের পক্ষে নিজেদের সমর্থন জানান। আয়োজকদের দাবি, এই সংখ্যা ১০ লাখের কাছাকাছি।
বিক্ষোভকারীরা এসময় ‘টুগেদার উই আর স্ট্রং’ এবং ‘কাতালুনিয়া ইজ স্পেন’ শীর্ষক স্লোগান দিতে থাকে। এই বিক্ষোভ-মিছিলের নেতৃত্বে ছিলেন কাতালুনিয়ার সাবেক মন্ত্রী জোসেফ বোরেল ও নোবেলজয়ী সাহিত্যিক মারিও ভারাগাস।
তারা ভাষণে বলেন, স্পেন থেকে আলাদা হলে অস্তিত্ব সংকটে পড়বে বার্সেলোনা। স্বাধীন কাতালুনিয়া পরিণত হবে তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্রে- এমন হুঁশিয়ারিও দেন বক্তারা।
অক্টোবরের ১ তারিখ অনুষ্ঠিত গণভোটে মাত্র ৪৩ শতাংশ ভোট পড়ে। কিন্তু স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির প্রেসিডেন্টের দাবি, ৯০ ভাগ ভোটই ছিলো স্বাধীনতার পক্ষে।
Leave a reply