জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিলো যুক্তরাষ্ট্র

|

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেলো জাতিসংঘে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাবে ভেটো দেয় সংস্থাটির স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র।

ভোটাভুটিতে চীন-রাশিয়াসহ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্যই অবস্থান নেয় প্রস্তাবের পক্ষে। আর ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। ওয়াশিংটন ভেটো না দিলে প্রস্তাবটি পাস হতে প্রয়োজন ছিল ৯ ভোটের। তবে স্থায়ী সদস্যদের কেউ নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে ভেটো দিলে সেটি আর গৃহীত হয় না।

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদন প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ভেটো প্রয়োগ করে যুক্তরাষ্ট্র দেখিয়েছে, ফিলিস্তিনিদের সম্পর্কে তারা আসলে কী ভাবে।

খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করা হয়েছিল। বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য ফিলিস্তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply