ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়া দেশের রাষ্ট্রদূতদের তলব করলো ইসরায়েল

|

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ায় ভোট দেয়া দেশগুলোর রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমরস্টেইন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২১ এপ্রিল) এমনটা জানিয়েছে আরব নিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যম।

গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয়ার পক্ষে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। ১৫ সদস্যের মধ্যে ১২ দেশই অবস্থান নেই এই প্রস্তাবের পক্ষে। আর ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা গৃহীত হয়নি।

এদিকে, প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিলো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, মাল্টা, স্লোভাকিয়া ও ইকুয়েডর। এসব দেশের এই অবস্থানে ক্ষুব্ধ তেল আবিব।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply