১৬ কোটি মানুষের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেন বলেন, গুটি কয়েকের উন্নয়ন প্রকৃত উন্নয়ন নয়। আজ বুধবার সিলেটে আয়োজিত ফ্রন্টের প্রথম সমাবেশে একথা বলেন তিনি। এসময় বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ফিরিয়ে এনে সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করাই এবারের মূল লক্ষ্য।
এসময় তিনি আরো বলেন, সরকার জনগণকে দেশের মালিকানা থেকে বঞ্চিত করেছে। সবার আগে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের মাধ্যমে সেই মালিকানা ফিরিয়ে আনতে হবে।
সমাবেশে ঐক্যফ্রন্ট নেতারা বলেন, কোনোভাবেই মাঠ ছাড়া যাবেনা। সরকারের পতন ঘটিয়ে ঐক্যফ্রন্টের জয় নিশ্চিত করতে হবে বলে।
বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় ঐক্যের মাধ্যমে একঘরে করা হবে ক্ষমতাসীনদের। অহিংস আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। বাধা দিলে জবাব দেবে ঐক্যফ্রন্ট। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য।
সাত দফা দাবি দেশের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান ঐক্যফ্যন্ট নেতারা।
Leave a reply