প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

|

তীব্র দাবদাহে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে একটি বৈঠকে এ পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দাবদাহ ও হিট স্ট্রোকে অসুস্থদের জন্য বাড়তি চিকিৎসা ব্যবস্থা নেয়া হয়েছে। হাসপাতালগুলোতে এ সংক্রান্ত নির্দেশনাও দেয়া হয়েছে। এই গরমে শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। এজন্য স্কুল ও কলেজ বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছিলো। এ সময় দাবদাহ বাড়লে পরিস্থিতি বিবেচনায় আবারও ছুটি বাড়ানোর পরামর্শ দেয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই গরমে পাতলা পোশাক পরিধান ও ছাতা সাথে রাখতে হবে। খাবারের তালিকায় ফল এবং সবজিও রাখতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে এবার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply