নোয়াখালীর চৌমুহনী বাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়লো ৫০টি দোকান

|

নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ। আগুনে বাজারের ৫০টিরও বেশী দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাপড়ের দোকান, জুতার গোডাউন ও স্বর্ণালঙ্কারের দোকান রয়েছে বলেও জানায় স্থানীয়রা।

এর আগে রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে চৌমুহনী বাজারের মসজিদ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে উৎসুক জনতার ভীড় ও আশেপাশে পর্যাপ্ত জলাধার না থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়।

প্রসঙ্গত, নোয়াখালী জেলার চৌমুহনী বাজার একটি প্রসিদ্ধ পাইকারি বাজার। এখান থেকে জেলার বিভিন্ন এলাকার খুচরা ব্যবসায়ীরা পাইকারি দরে জিনিসপত্র নিয়ে থাকে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply