৬ দিনের সফরে বুধবার (২৪ এপ্রিল) থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইবে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২২ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এসময় মন্ত্রী জানান, থাইল্যান্ড আসিয়ানের পর্যবেক্ষক দেশ হওয়ায় এই সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী। সফরে ১টি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক ও ১টি ডকুমেন্ট সই হওয়ার কথা হয়েছে। এছাড়া সফরে পর্যটন খাতে বিনিয়োগসহ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
হাছান মাহমুদ বলেন, কাতারের আমীরের সফর সংক্ষিপ্ত বলেই ধানমন্ডি ৩২ ও সাভারের স্মৃতিসৌধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে যেতে পারছেন না বলেও জানান তিনি।
/এএস
Leave a reply