খাশোগির খুনিরা রেহাই পাবে না : সৌদি যুবরাজ

|

অবশেষে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে মুখ খুললেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। বললেন, এই জঘন্য অপকর্মে জড়িতদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

রিয়াদে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এমবিএস বলেন, এই ঘটনা সকল সৌদির জন্য পীড়াদায়ক। এটার কোন প্রয়োজন ছিলো না। ঘটনার শেকড়ে পৌছাতে চেষ্টার কোন কমতি রাখবে না সৌদি সরকার। নিবিড়ভাবে তদন্ত করে দোষী সবাইকে আদালতের সম্মুখীন করা হবে।

জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে গত ২ অক্টোবরের পর থেকেই সৌদি সরকার দাবি করে আসছে তারা এই বিষয়ে কিছু জানে না। তবে গত সপ্তাহে রিয়াদ স্বীকার করে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরেই খুন হন খাশোগি। তবে তাদের দাবি, এর পেছনে সৌদি যুবরাজের কোন হাত নেই। কিছু বিপথগামী গোয়েন্দা কর্মকর্তা এই কাণ্ড ঘটিয়েছে।

ইয়েমেনে অমানবিক যুদ্ধে জড়ানো, লেবাননের প্রধানমন্ত্রীকে অপহরণ আর দেশের ভেতরে বিরোধী মতের মানুষের ওপর চালানো দমনপীড়নের জন্য বরাবরই সমালোচিত সৌদি যুবরাজ। তবে আগে কখনো তিনি এতোটা বেকায়দায় পড়েননি, যতোটা পড়েছেন সাংবাদিক জামাল খাশোগি ইস্যুতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply