চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় পার্লামেন্টের কর্মী আটক

|

এএফডি'র শীর্ষ সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ, যার সহযোগীকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি সন্দেহে আটক করা হয়েছে।

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে ইউরোপীয় পার্লামেন্টের এক কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) উত্তরাঞ্চলীয় শহর ড্রেসডেন থেকে আটক করা হয় তাকে। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আটক হওয়া ব্যক্তির নাম জিয়ান গুয়ো। তিনি ইউরোপীয় পার্লামেন্টে দেশটির উগ্র ডানপন্থী দল, অল্টারনেটিভ ফর জার্মানির এক শীর্ষ সদস্যের সহকারী। চীনের গোয়েন্দা সংস্থাতেও জড়িত থাকার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জার্মানির ফেডেরাল পাবলিক প্রসেকিউটর অফিস থেকে এসব তথ্য জানানো হয়। জার্মানিতে কয়েক সপ্তাহের মধ্যে গুপ্তচর সন্দেহে আটক হওয়ার চতুর্থ ঘটনা এটি। এর আগে, সোমবার (২২) গুপ্তচর সন্দেহে তিনজনকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply