ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। আজ দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, যেহেতু সংসদ অধিবেশনের সময় বাড়ানো হয়েছে, তাই চলতি সংসদেই আরপিও পাশ হতে হবে। সংশোধিত আরপিও পরীক্ষা-নিরীক্ষা শেষে মন্ত্রিপরিষদে উত্থাপনের অপেক্ষায় আছে বলেও জানান ইসি সচিব।
তবে, সংশোধিত আরপিও সংসদে পাশ না হলে, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে আইনটি পাশ করা হবে। অর্থাৎ, স্বল্প পরিসরে হলেও ইভিএম ব্যবহার করা হবে। ১ নভেম্বর বিকাল ৪টায় রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবেন কমিশনের সদস্যরা।
Leave a reply