ঝিনাইদহ প্রতিনিধি
সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় ঝিনাইদহে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ৫’শ ২০ কোটি টাকার আলাদা ২ টি মানহানি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে মামলা দায়ের করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন।
মামলা বাদিরা জানান, গত ১৬ অক্টোবর ৭১ টেলিভিশনের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করেছেন ব্যারিস্টার মঈনুল হোসেন। যা নারী সমাজের জন্য অপমানজনক ও মানবাধিকার লংঘন। এ কারণে তারা মামলা দায়ের করেছেন। মামলায় বাদি খালেদা খানম ৫’শ কোটি ও এ্যাড. সালমা ইয়াসমিন ২০ কোটি টাকা ক্ষতিপুরণ চেয়েছেন।
এদিকে রংপুরে করা একটি মানহানির মামলায় সোমবার রাতে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেই মামলায় আজ তাঁর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
Leave a reply