ভেনিসে ঢুকতে হলে কিনতে হবে টিকিট

|

‘স্বপ্নের শহর’ হিসেবে পরিচিত ইতালির ভেনিস। শহরে বেড়াতে গেলে অর্থ দিতে হবে কর্তৃপক্ষকে। পর্যটকদের লাগাম টানতেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এখন শহরটিতে ঢুকতে পর্যটকদের ৫ ইউরো করে ফি দিতে হবে। ফলে ভেনিস এখন পৃথিবীর একমাত্র শহর, যেখানে ঢুকতে টাকা দিতে হয়। অর্থাৎ টিকিট কিনতে হয়।

১৬শ’ বছরের পুরোনো সাগরে ভাসমান ইতালির পর্যটন শহর ভেনিস। গেল দুই দশক ধরে শহরটিতে দেশি-বিদেশি পর্যটক বাড়ছে হুহু করে। প্রতি বছর গড়ে প্রায় তিন কোটিরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে ভেনিসে।

এবার চাপ কমাতে ভেনিসে ২৫ জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। তাছাড়া ২৫ এপ্রিল দেশটির ৭৯তম স্বাধীনতা দিবসে ভেনিস নগর কর্তৃপক্ষ চালু করে ৫ ইউরোর প্রবেশ ফি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply