খালেদা জিয়া, ব্যারিস্টার মঈনুলসহ, সকল রাজবন্দির মুক্তি দাবি করেছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রীমকোর্ট মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার বিরোধীমত সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। ব্যারিস্টার মঈনুল হোসেনের গ্রেফতারের নিন্দা জানান তিনি। আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সরকারে বসে যদি আইন ভুলে যান, তাহলে আপনি সংবিধান পড়ুন, আইনের বই পড়ুন। আপনি ভালো করে জানেন মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ, তারপরও ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন কারাগারে নেয়া হলো? প্রশ্ন রাখেন তিনি।
সরকার দেশকে জঙ্গল বানাতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিরোধীদের ভয়ে সরকার গণগ্রেফতার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
ড. কামাল আরো বলেন, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। সংবিধানে আছে ক্ষমতায় থাকলে মাথা খারাপ হলে, পরীক্ষা করাতে হয়। তাদের পরীক্ষা করাতে হবে।
Leave a reply