সারাদেশ ডেস্ক:
হাওরে-হাওরে বোরো ধান কাটার ধুম পড়েছে। রোদ উপেক্ষা করেই মাঠে-মাঠে ব্যস্ত কৃষক। এরইমধ্যে বেশিরভাগ জমির ধান কাটা হয়েছে। তবে কোথাও কোথাও দেখা দিয়েছে শ্রমিক সঙ্কট। ধান কাটায় অনেকে ব্যবহার করছেন যন্ত্র। ভালো ফলনের আশা কৃষি বিভাগের।
সুনামগঞ্জের পুরো হাওরাঞ্চল এখন ধান কাটায় ব্যস্ত। এরইমধ্যে জেলার ৮০ শতাংশ হাওরের ধান কাটা শেষ। আগামী ৫ মে’র মধ্যে বাকিটা কেটে ফেলার আশা করছে কৃষি বিভাগ। হারভেস্টর মেশিনের পাশাপাশি ধান কাটতে মাঠে নেমেছেন শ্রমিকরা।
একই চিত্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলে। এরইমধ্যে ৪০ শতাংশ ধান কাটার কাজ শেষ হয়েছে। মাঠে-মাঠে কৃষকদের ব্যস্ততা, ব্যস্ত কৃষাণীরাও। নেত্রকোণার হাওরাঞ্চলে ৬০ শতাংশ ধান কেটে ঘরে তুলেছেন চাষিরা।
এবার আগাম বন্যা-ঝড় থেকে রক্ষা পেয়েছে ফসল। ধান কাটা নির্বিঘ্নে শেষ করতে ফসলরক্ষা বাঁধে নজরদারি বাড়ানো হয়েছে। বাজার মূল্য নিশ্চিতে কাজ করছে কৃষি বিভাগ।
/এমএন
Leave a reply