জামাল খাশোগি বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার। বৃহস্পতিবার, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি আগনেস কালামার্দ এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
তিনি বলেন, তথ্য-প্রমাণ অনুসারে এটা স্পষ্ট,, সাংবাদিককে একাধিক উপায়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে রিয়াদের তালগোল পাকানো বিবৃতিই ইঙ্গিত করে এটা বিচারবর্হিভূত হত্যাকাণ্ড। কালামার্দ এই হত্যার আন্তর্জাতিক বিচার দাবি করেন।
এদিকে, জাতিসংঘে সৌদি আরবের প্রতিনিধি ফয়সাল ফাহাদ এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আনুষ্ঠানিক বৈঠকে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে পরামর্শ দিয়ে সীমা লঙ্ঘন করেছেন কালামার্দ। এদিকে, জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন- নিরাপত্তা পরিষদ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের সুপারিশ পেলেই কেবল বিশেষ প্যানেল গঠন করা সম্ভব।
Leave a reply