কুবিতে শিক্ষক ও উপাচার্যপন্থী বহিরাগতদের মধ্যে হাতাহাতি!

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষকদের সাথে উপাচার্যপন্থী বহিরাগতদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বহিরাগতরা নিজেদের সাবেক শিক্ষার্থী বলে পরিচয় দেন। তারা কুবিতে চাকরিপ্রত্যাশী বলে জানা গেছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন নিজ কার্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষক সমিতির বাধার সম্মুখীন হন। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়ালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে বলে দাবি তাদের।

এ নিয়ে উপাচার্য বিকেলে বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, শিক্ষক সমিতির ৭ দফা দাবির চারটি ইতোমধ্যে মানা হলেও তারা তা স্বীকার করছেন না। বরং উল্টো উপাচার্যের অফিস, ট্রেজারার ও প্রক্টরের অফিসে তালা লাগিয়ে দিয়েছে। দুপুরে নিজ কার্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষক সমিতির নেতারা লাঞ্চিত করে।

অন্যদিকে, শিক্ষক সমিতির নেতারা অভিযোগ করেন, প্রক্টরের অপসারণসহ ৭দফা যৌক্তিক দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করার সময় উপাচার্য বহিরাগতদের দিয়ে শিক্ষক সমিতির নেতাদের ওপর হামলা চালিয়েছেন। তাতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।

আগামীকাল সোমবার সভা ডেকে উপাচার্যের অপসারণে একদফা দাবির সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন শিক্ষক সমিতিরা নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply