ইসরায়েলের কারাবন্দী হয়ে উপন্যাস লিখে পুরস্কার জিতলেন ফিলিস্তিনি লেখক

|

সাহিত্যিক বাসেম খান্দাকজি (বামে)। ছবি: আল জাজিরা।

আরবি কথাসাহিত্যের পুরস্কার ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন ২০২৪ জিতেছেন ইসরায়েলে কারাবন্দী সাহিত্যিক বাসেম খান্দাকজি। তার লেখা ‘আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই’ উপন্যাসের জন্য এই পুরস্কার জিতেছেন। সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক অনুষ্ঠানে বইটির লেবানন-ভিত্তিক প্রকাশক আল-আদাবের মালিক রানা ইদ্রিস খান্দাকজি পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন। ‘আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই’ উপন্যাসটি ২০২৩ সালে প্রকাশিত হয়।

‘আ মাস্ক’ উপন্যাসে বাসেম খান্দাকজি পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরে বসবাসকারী প্রত্নতাত্ত্বিক নূরের গল্প বলেছেন। এই গল্পের নায়ক নূর একদিন পুরোনো একটি পোশাকের পকেটে নীল রঙের একটি পরিচয়পত্র পান।

তারপর নিজের পরিচয়ের আড়ালে আরও একটি পরিচয় তিনি ধারণ করেন। প্রকৃতপক্ষে তিনি একটি মুখোশ ধারণ করেন তার দ্বিতীয় চরিত্রে। 

উল্লেখ্য, ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন খান্দাকজি। তিনি ২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে ইসরায়েলের কারাগারে বন্দী হন। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply