ফিলিস্তিনে ইসরাইলি সেনাবাহিনীর পাঁচটি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ঘটনা গাজায় চলমান অভিযানের আগে সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে এমনটি জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল জানান, পশ্চিমতীর ও জেরুজালেমে ইসরায়েলি বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর যেকোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এ ধরনের ঘোষণা এটিই প্রথম।
নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম ও ধর্ষণকে এ ধরনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে থাকে যুক্তরাষ্ট্র। ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিটই মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলেও জানায় স্টেট ডিপার্টমেন্ট।
/এএম
Leave a reply