ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে লাতিন দেশ কলম্বিয়া। বুধবার (১ মে) এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
বুধবার ছিল মহান মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবসের আয়োজনে এই ঘোষণা দেন। তিনি জানান, ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণেই এ সিদ্ধান্ত। এদিন রাজধানী বোগাতায় সমর্থকদের সাথে র্যালিতে অংশ নেন পেত্রো। শোভাযাত্রা শেষে ভাষণ দেন তিনি। সেসময় তীব্র সমালোচনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।
গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলায় তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বানও তিনি জানান অন্যান্য দেশের প্রতি।
/এএম
Leave a reply