স্বস্তির বৃষ্টিতে ভিজলো দেশের বিভিন্ন অঞ্চল

|

অবশেষে দেশের বিভিন্ন স্থানে দেখা মিললো কাঙ্ক্ষিত সেই বৃষ্টির। বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রাম বিভাগের কয়েক জেলাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিন সকাল থেকে জ্রসহ থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টির দেখা মেলে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে। এতে ভিজেছে টানা গরমে শুষ্ক হয়ে থাকা পাহাড়ের লাল মাটি ও সবুজ প্রকৃতি। গরমের ঝাঁঝালো রৌদ্রের তাপ থেকে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে বৃষ্টির শুরুর আগে যেভাবে আকাশ গর্জেছে সেই অনুযায়ী বৃষ্টির দেখা মেলেনি।

এর আগে, সকাল ৮ টার দিকে মেঘে কালো হয়ে আসে এ জনপদের আকাশ। হালকা বাতাস বইতে শুরু করে। বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি ঝড়তে থাকে। তবে এমন অবস্থা স্থায়ী হয়নি বেশিক্ষণ। তারপরও যেন প্রশান্তি এনে দিয়েছে পাহাড়ের নাগরিক জীবনে।

ফেনীতে সাড়ে ৮টা নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। তবে, সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। জেলার বেশিরভাগ উপজেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আকাশে মেঘসহ বৃষ্টি দেখে মানুষের মাঝে স্বস্তি ছড়ালেও সেই খুশি স্থায়ী হয়নি। ঘন্টাখানেক পর, আবারও দেখা যায় গরমের তীব্রতা। রোদে চৌচির হওয়া মাটি মুহূর্তেই শুষে নেয় বৃষ্টির পানি। স্থানীয়আবহাওয়া অফিস জানায়, জেলায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কক্সবাজারের সকাল সাড়ে নয়টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। যা আধাঘণ্টা পর্যন্ত স্থায়ী ছিলো। এর আগে মধ্যরাতেও বৃষ্টি হয়। প্রচণ্ড তাপ্রবাহের পর এমন বৃষ্টিতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এছাড়া, দিনাজপুর, নেত্রকোনা ও রাজশাহীতেও দেখা মিলেছে বৃষ্টির। যদিও অল্প সময়ের মধ্যেই কেটে গেছে মেঘ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply