জোর করে সিদ্ধান্ত চাপিয়ে আর্থিক খাতে সুদিন ফেরানো যাবে না: ফরাসউদ্দিন

|

বাংলাদেশের মতো অর্থনীতিতে এত ব্যাংক দরকার কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক গভর্নর ড. মো. ফরাসউদ্দিন। বললেন, জোর করে ব্যাংক একীভূত করা ঠিক হচ্ছে না। এভাবে সিদ্ধান্ত চাপিয়ে আর্থিক খাতে সুদিন ফিরবে না।

বৃহস্পতিবার (২ মে) সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টাস ফোরাম (ইআরএফ) আয়োজিত কনভারসেশন উইথ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা দরকার উল্লেখ করে সাবেক এ গভর্নর বলেন, গত দেড় দশকে ব্যাংকিং খাতের পরিধি বাড়লেও বাংলাদেশ ব্যাংকের জনবল বাড়েনি। কেন্দ্রীয় ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান করা উচিত অথবা চাকরির মেয়াদ বাড়াতে হবে গভর্নরের। আগামী ৩ থেকে ৬ মাস ব্যাংকিং খাতে আমানত সংগ্রহে সমস্ত বাধা তুলে দেয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।

অর্থবছরে পরিবর্তন আনার কথাও বললেন ড. মো. ফরাসউদ্দিন। বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদে আনতে হবে অর্থবছর। বাংলাদেশ ব্যাংক আরও কার্যকর এবং অর্থ মন্ত্রণালয় আরও দক্ষ হলে দেশের অর্থনীতি সহজেই ঘুরে দাঁড়াবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply