জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমেই নির্বাচন করেছে আওয়ামী লীগ। অতি বাম অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার (২ মে) সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যারা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে তারা দেশের উন্নয়ন চায় না বলেও উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি। প্রশ্ন ছুড়ে দেন, তিনি না থাকলে দেশ পরিচালনা করবে কে? এখনও কোনো নেতৃত্ব তৈরি হয়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, জনগণ যাকে চাইবে, তারাই দেশ পরিচালনা করবে। জনগণ ভোট দিয়েছে বলেই আওয়ামী লীগ টানা দেশ পরিচালনা করছে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি।
শেখ হাসিনা বলেন, একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে থাইল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সহযোগিতা চাওয়া হয়েছে। থাইল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় রয়েছে। দেশটির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ।
/এমএন
Leave a reply