বৃষ্টির দেখা না মিললেও কুয়াশায় আচ্ছন্ন পাবনার জনপদ

|

পাবনা করেসপনডেন্ট:

পাবনায় বহুল প্রতীক্ষিত বৃষ্টির দেখা না মিললেও দেখা মিলেছে কুয়াশার। ফলে, বৃষ্টি না আসলেও হঠাৎ কুয়াশার আগমন কিছু সময়ের জন্য হলেও স্বস্তি নামিয়েছে জনজীবনে।

শুক্রবার (০৩ মে) ভোরে ঘন কুয়াশায় ঢেকে যায় পাবনার আকাশ। সকাল সাড়ে ৭টার পর থেকে কাটতে শুরু করে কুয়াশা।

পাবনার আতাইকুলা এলাকার স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, মাঝরাত থেকেই ঠাণ্ডা অনুভব করছিলাম। ভোরে উঠে দেখি প্রচুর কুয়াশা। সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে খোলা আকাশের নিচে গিয়ে কুয়াশা অনুভব করি।

শহরের শালগাড়িয়া এলাকার কামাল হোসেন বলেন, মধ্যরাতে হিমেল হাওয়ায় মনে করেছিলাম বৃষ্টি হতে পারে। তবে ভোরে ঘুম ভাঙ্গতেই দেখি কুয়াশায় ঢেকে গেছে। যাই হোক, বৃষ্টি না হলেও কুয়াশায়র কারণে কিছু সময়ের জন্য হলেও স্বস্তি পেয়েছি আমরা।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক বলেন, আজ সকালে যে কুয়াশা দেখা গেছে, সেটি খুবই হালকা ও খুবই অস্থায়ী ছিল।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply