কোহলি-ডু প্লেসির ব্যাটে গুজরাটকে হারালো ব্যাঙ্গালুরু

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ৫২ তম ম্যাচে গুজরাট টাইটান্সকে ৪ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শনিবার (৪ মে) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাটের দেয়া ১৪৮ রানের টার্গেট ৬ উইকেট হারিয়ে ৩৮ বল হাতে রেখেই পৌঁছে যায় ফাফ ডু প্লেসির দল।

নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ভিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। অল্প রানের লক্ষ্যমাত্রা পেয়েও পাওয়ারপ্লেতে রানবন্যায় মাতেন ফাফ-কোহলি। ষষ্ঠ ওভারে জস লিটলের বলে শাহরুখের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ফাফ। এতে ভেঙ্গে যায় ৯২ রানের ওপেনিং জুটি। আউট হবার আগে ফাফ খেলেন ২৩ বলে ৬৪ রানের এক টর্নেডো ইনিংস। এরপর উইল জ্যাকস, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন পরপর ক্রিজে এসেও ভালো কিছু করতে ব্যর্থ হন। ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে রান তখন ১১১। ভিরাট কোহলি একপ্রান্ত আগলে চেষ্টা চালিয়ে যেতে থাকেন। তবে ২৭ বলে ৪২ রান করে আউট হন কোহলিও। নুর আহমেদের বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন কোহলি। ১১৭ রানে ৬ উইকেট হারানো ব্যাঙ্গালুরুর দ্বায়িত্ব নেন দীনেশ কার্তিক। শেষ পর্যন্ত কার্তিকের ২১ ও স্বপ্নিল সিংয়ের ১৫ ব্যাঙ্গালুরুকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গুজরাট। দলীয় ১৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে শাহরুখের ব্যাট থেকে। বাকিদের মধ্যে রাহুল তেবাটিয়ার ৩৫, ডেভিড মিলারের ৩০, রাশিদ খানের ১৮ গুজরাটের রানকে ১৪৭ এ পৌঁছে দেয়। ছয়জন ব্যাটার আউট হন এক অঙ্কের রানে। ব্যাঙ্গালুরুর পক্ষে ২টি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ, ইয়াশ দয়াল ও বিজয়কুমার। ১টি করে উইকেট তুলে নেন ক্যামেরন গ্রিন ও কর্ন শর্মা।

উল্লেখ্য, এ ম্যাচের ফলাফলে ১১ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলেন সাত নম্বরে ব্যাঙ্গালুরু। সমান সংখ্যক ম্যাচ ও জয় নিয়েও রানরেটে পিছিয়ে পড়ে টেবিলের নয়ে গুজরাট।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply