প্রায় ৪২ ঘণ্টা পর সুন্দরবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৬ মে) সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস, বনবিভাগ ও স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে ঘোষণা দেয়।
শনিবার (৪ মে) দুপুরে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পান জেলেরা। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, নৌ-বাহিনী ও কোস্টগার্ডও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন নেভাতে হেলিকপ্টার থেকেও পানি ছিটানো হয়। স্থানীয়রা আগুন সুন্দরবনের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ার কথা জানালেও গতরাতে বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানান, আগুনে পুড়ে গেছে ৫ একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম।
/এনকে
Leave a reply