অবশেষে ইসরায়েলে আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সরকার। রোববার (৫ মে) সংবাদ সংস্থাটিকে হামাসের এজেন্ট হিসেবে আখ্যা দিয়ে এর কার্যক্রম বন্ধ করা হয়েছে। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, একই দিন কাতারভিত্তিক সংবাদ মাধ্যমটি বন্ধে ভোট দেয় নেতানিয়াহুর মন্ত্রিসভা। এছাড়াও জেরুজালেমের অ্যাম্বাসেডর হোটেলে আল জাজিরার অফিসে অভিযান চালিয়েছে পুলিশ।
তবে ইসরায়েলে আল-জাজিরার কার্যক্রম এখনো পুরোপুরিভাবে বন্ধ হয়নি। দেশটিতে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল-জাজিরা সক্রিয় রয়েছে।
/এআই
Leave a reply