গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিয়ে পশ্চিমা বিশ্বের দেশগুলোর দুই রকমের ব্যবহারকে ‘নিছক ভণ্ডামি’ বলে অভিযোগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের সাম্প্রতিক বিশ্বের আলোচিত বিষয় নিয়ে ‘ফ্র্যাংকলি স্পিকিং’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আনোয়ার ইব্রাহিম এই অভিযোগ করেন।
অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম দাবি করেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসন বর্বরতা ছাড়া আর কিছুই নয়। নির্বিচারে শিশু ও নারী হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি’। তাছাড়া গাজায় চলমান গণহত্যা বর্বরতাকে আরও উসকে দেবে বলে আশঙ্কা করছি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের কিছু দেশগুলোর এই বিষয়ে নিছক ভণ্ডামির আশ্রয় নিয়েছে। তারা নারী, শিশু ও বেসামরিক লোকদের ওপর চালানো হত্যাকাণ্ডকে বার বার অস্বীকার করেই যাচ্ছে।’
অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম গাজা ইস্যুতে আরব বিশ্ব বিশেষ করে তুরস্ক ও ইরানের প্রশংসা করে বলেন, ‘ আরব দেশগুলো, তুরস্ক, ইরান এবং সেই সব দেশগুলোর ভূমিকার প্রশংসা করি যারা তাদের ভূমিকা পালন করার চেষ্টা করছে’।
/এআই
Leave a reply