চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেই-বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের ফিরতি লেগে নামবে জার্মান প্রতিনিধিরা। অন্যদিকে, ইতিহাস গড়ে ফাইনালে ওঠার অপেক্ষায় পিএসজি।
মঙ্গলবার (৭ মে) নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য জানাবে পিএসজি। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত একটায়। এবার যদি দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারে ফরাসি জায়ান্টরা তাতেই চ্যাম্পিয়ন্স লিগে লেখা হয়ে যাবে নতুন এক ইতিহাস। ইতিহাসের প্রথম দল হিসেবে টুর্নামেন্টের কোয়ার্টার ও সেমির প্রথম লেগ হারার পরও ফাইনালে খেলবে কিলিয়ান এমবাপ্পের দল।
সাত মাসের ব্যবধানে আবারও পিএসজির মাঠে খেলতে নামছে ডর্টমুন্ড। সেবার গ্রুপ পর্বে ২-০ গোলে হারলেও এবার এগিয়ে থেকেই সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামার অপেক্ষায় জার্মান জায়ান্টরা। তবে নিজেদের ভেন্যুতে পরিসংখ্যানের দিক থেকে এগিয়েই থাকছে পিএসজি। মুখোমুখি দেখায় শেষ তিনবারের চেষ্টাতেও পিএসজির মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ডর্টমুন্ড।
হোম ম্যাচ আত্মবিশ্বাসী করে তুলেছে পিএসজিকে। তবে সেই রেকর্ড ধরে রাখতে এবার পিএসজিকেও বেগ পেতে হতে পারে। নিজেদের শেষ সাত ম্যাচেই গোল হজম করেছে পিএসজি। ঘরের মাঠে শেষ চার ম্যাচে ৮ গোল খেয়েছে পারিসিয়ানরা। আক্রমণাত্মক ফুটবল আর জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ফ্রেঞ্চ ভাষায় আমি শুধু একটি বাক্যই বলতে পারি। তা হলো ‘আমরা জিতবো’। সেজন্য প্রতিপক্ষ থেকে আমাদের বেশি ভালো খেলতে হবে। প্রচুর গোলের সুযোগ তৈরি করতে হবে। আর এ মানসিকতা প্রথম মিনিট থেকে দেখাতে হবে।
প্রথম লেগে ১-০ গোলের জয়ের কৃতিত্ব অনেকাংশে ডর্টমুন্ড ডিফেন্ডস লাইনের। সিগনাল ইদুনা পার্কে কিলিয়ান এমবাপ্পকে বোতলবন্দি করে রেখেছিলেন হুমেলস-ইয়ান মাতসেনরা। এবার ঘরের মাঠে ফরাসি তারকাকে আটকে রাখতে চায় অতিথিরা। টুর্নামেন্টে ৫ ক্লিন শিট বরুশিয়া ডর্টমুন্ডের। বিপরীতে আসরে শেষ সাত ম্যাচে গোল হজম করেছে পিএসজি। তাই প্রতিপক্ষের রক্ষণ দেয়াল গুরিয়ে দেয়ার পাশাপাশি নিজেদর জাল অক্ষত রাখার কঠিন চ্যালেঞ্জ স্বাগতিকদের।
বরুশিয়া কোচ তার্জিক বলেন, প্রথম লেগে আমরা দারুণ ফুটবল খেলেছি। যদিও লিড খুব একটা বড় নয়। আর পিএসজিও ভয়ঙ্কর প্রতিপক্ষ। তবে হোম কিংবা অ্যাওয়ে, যেখানেই হোক আমরা জয়ের জন্য প্রস্তুত।
যেহেতু এ ম্যাচ কোনোমতে গোলশূন্য ড্র বা যেকোনো ব্যবধানে ড্র করলেও বরুশিয়া ডর্টমুন্ডই ফাইনালে উঠে যাবে, তাই কিছুটা হলেও তারা চাপমুক্ত থাকবে। অপরদিকে, পিএসজিকে ফাইনালে উঠতে হলে অন্তত দুই গোলের ব্যবধানে জিততেই হবে। চ্যাম্পিয়নস লিগে দুই দলের লড়াইয়ে পিএসজি ও ডর্টমুন্ডের সমান দু’টি করে জয় এবং একটি ড্র। এখন পর্যন্ত দুই দলই মুখোমুখি দেখায় জিতেছে শুধু হোম ম্যাচেই, একে অপরের মাঠে জিততে পারেনি।
/আরআইএম
Leave a reply