প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সূচি চুড়ান্ত করার বিষয়ে আলোচনা করতে দুই দিনের সফরে বুধবার (৮ মে) রাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এর আগে, ২০ এপ্রিল তার ঢাকা সফরের কথা থাকলেও সেটি পিছিয়ে যায়।
ভারতের লোকসভা নির্বাচন শেষ হবার পরপরই দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতেই ভারতের সচিব ঢাকা সফরে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এছাড়া দুই দেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বেও বৈঠক বসবে। সেখানে চলমান বিভিন্ন ইস্যু বিশেষ করে সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার প্রসঙ্গ তুলবে ঢাকা।
উল্লেখ্য, ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি বিষয়ে জোর দিয়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াদি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর।
/এমএইচআর
Leave a reply