ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব, নিন্দা জানিয়েছে ইসরায়েল

|

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়াসহ দেশটিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার (১০ মে) জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবের ওপর একটি ভোটাভুটি হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৩টি দেশের মধ্যে ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অপরদিকে এর বিপক্ষে ভোট দেয় ৯ দেশ। ভোটদানে বিরত ছিল ২৫ দেশ। খবর সিএনএন।

অবশ্য এই ভোটের মধ্য দিয়ে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে দেশটিকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে এটি। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রেও এর ভূমিকা থাকবে বেশ জোরালো। এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে তা খারিজ হয়ে যায়। অপরদিকে শুক্রবারের এই ভোটের নিন্দা জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান। তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে যা কাম্য ছিলো না।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হিসেবে মর্যাদা পাচ্ছে ফিলিস্তিন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply