সরকারি চাকরিতে ঢালাওভাবে কোটা বাতিলের সিদ্ধান্তে প্রতিবন্ধি ব্যক্তিদের প্রতি বৈষম্য বাড়বে বলে মনে করছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।
সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের ১ম ও ২য় শ্রেণির চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে অবস্থার পরিবর্তন আনতে তারা মোট পাঁচটি দাবি উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোটা বাতিল করতে গিয়ে সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’র নির্দেশনা অনুযায়ী সংরক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের কোটা ও বয়স শিথিলের বিষয়টি বিবেচনায় রাখেনি।
Leave a reply