কাতালুনিয়ার স্বাধীনতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

|

কাতালুনিয়ার স্বাধীনতা বিষয়ে আজ আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। স্থানীয় সময় সন্ধ্যায় পার্লামেন্টে ভাষণ দেবেন, স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির প্রেসিডেন্ট কার্লেস পিজমন্ট।

ণা করা হচ্ছে, গণভোটের ফলাফলের ভিত্তিতে একতরফা স্বাধীনতা ঘোষণা করবেন তিনি। এ উপলক্ষ্যে বার্সেলোনার পার্লামেন্ট, আদালত চত্ত্বর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে, শহরের মেয়র আদা কোলাও এই স্বাধীনতা ঘোষণার বিপক্ষে। তার দাবি, এরফলে কেন্দ্রীয় সরকারের সাথে সমঝোতা বা শান্তি আলোচনার সুযোগ শেষ হয়ে যাবে। একইসাথে, রাজয় সরকারকে মাদ্রিদ থেকে পরিস্থিতি সরাসরি নিয়ন্ত্রণে নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে, স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কাতালুনিয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী উল্লেখ করেছে ফ্রান্স ও জার্মানি। একক স্পেনের পক্ষেই প্রতিবেশী দেশ দুটির সমর্থন। শেষ মুহুর্তে এসে, অর্থনৈতিক জোট ও প্রতিষ্ঠানগুলোর থেকেও বাড়ছে পিজমন্ট প্রশাসনের ওপর চাপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply